আক্বিদা বিষয়ক ১০ টি প্রশ্নোত্তর

১. আল্লাহ কোথায়?

উত্তরঃ আল্লাহ সুবাহানওয়া তাআ'লা আরশে সমাসীন হয়েছেন।

দলিলঃ সূরা ত্বাহাঃ আয়াত নং ৫; সূরা মূলকঃ আয়াত নং ১৬; সূরা আরাফঃ ৫৪

২. প্রশ্নঃ আল্লাহ কি সাকার/ নিরাকার?

উত্তরঃ সাকার। অর্থাৎ আল্লাহর আকার আছে। তবে তাঁর আকার কেমন, তা আমাদের ধারণার বাইরে।

দলিলঃ সূরা শুরাঃ আয়াত নং ১১; সূরা আর রহমানঃ ২৭ নং আয়াত; সূরা নাহলঃ আয়াত নং ৭৪।

৩. আল্লাহকে কখন দেখা যাবে?

উত্তরঃ কিয়ামতের পর।

৪. মুহাম্মদ (সা.) কি আমাদের মতো মানুষ?

উত্তরঃ হ্যাঁ, তিনিও মানুষ। তবে তিনি নবুওয়্যাত পেয়েছেন। তিনি আমাদের আদর্শ ও পথপ্রদর্শক এবং শ্রেষ্ঠ মানুষ।

৫. রাসূল (সা.) কিসের তৈরী?

উত্তরঃ রাসূল (সা.) মাটির তৈরী। কারণ তিনিও একজন (হিদায়াত প্রাপ্ত) মানুষ ছিলেন।

৬. রাসূল (সা.) কি গায়েব জানতেন?

উত্তরঃ না। আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানেন না।

দলিলঃ সূরা নামলঃ ৬৫।

৭. রাসূল (সা.) কি জীবিত?

উত্তরঃ না। তিনি মারা গেছেন।

দলিলঃ সূরা আল ইমরানঃ ১৪৪।

৮. কবরের আজাব কি সত্য?

উত্তরঃ হ্যাঁ কবরের আজাব সত্য।

দলিলঃ সূরা গাফিরঃ ৪৬; মুসলিমঃ কিতাবুল জান্নাত।

৯. ভরসা কি একমাত্র আল্লাহর উপর?

উত্তরঃ হ্যাঁ, সবকিছুতে ভরসা একমাত্র আল্লাহর উপর।

দলিলঃ সূরা হুদঃ ১২৩; সূরা আল ইমরাঃ ১৬০।

১০. সবকিছুতেই 'ইসলাম' টেনে আনা কি ঠিক?

উত্তরঃ হ্যাঁ। সবকিছুই ইসলাম দ্বারা যাচাই করতে হবে। কারণ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্হা এবং আল্লাহর নিকট গ্রহণীয় একমাত্র দ্বীন।

দলিলঃ সূরা আল ইমরানঃ ১৯ ।



Post a Comment

Previous Post Next Post