ছিয়াম ভঙ্গকারী বিষয়

ইচ্ছাকৃতভাবে কেউ নিম্নোক্ত কারণে ছিয়াম ভঙ্গ করলে, ঐ ব্যক্তিকে কাযা আদায় করতে হবে (এবং কখনো কাফফারা দিতে হবে )। বিষয়গুলো হলঃ

১. স্ত্রী সহবাস।

২. খাদ্য গ্রহণ।

৩. পানীয় গ্রহণ।

৪. উত্তেজনার সাথে (ইচ্ছাকৃত ভাবে) বীর্যপাত করা।

৫. খানা-পিনার অন্তর্ভুক্ত এমন কিছু গ্রহণ করা, যেমন সেলাইন ইত্যাদি।

৬. ইচ্ছাকৃতভাবে বমি করা।

৭. শিঙ্গা লাগিয়ে রক্ত বের করা।

এছাড়া 'হায়িজ বা নেফাসের রক্ত প্রবাহিত' হলে ছিয়াম ভঙ্গ হবে।


[দলিলঃ সূরা বাকারাহঃ ১৮৭; বুখারী: কিতাবুস সিয়াম; আবু দাউদঃ কিতাবুস সিয়াম; বুখারীঃ হায়েজ অধ্যায়; সূরা আহযাবঃ৫ ]


সুতরাং এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে । এবং জ্ঞান থাকা সত্ত্বে এগুলো করা নিশ্চয় পাপের কাজ । তবে ভুলে গেলে কিংবা অজ্ঞাত বশতঃ করে ফেললে আল্লাহর দয়া, ক্ষমা থেকে নিরাশ হওয়ার উচিত নয় ।



Post a Comment

Previous Post Next Post