তৎকালীন ইয়াহুদী-খ্রীস্টানঃ ১ম পর্ব


খ্রীষ্টানদের প্রতি ইয়াহুদীদের একটি চরম শত্রুতাঃ

আবূ কারাবের পর তাঁর পুত্র ইউসূফ যূ নাওয়াস ইয়ামানের শাসনকর্তা নিযুক্ত হন । শাসনভার গ্রহণ করার পর তিনি নাজরানাবাসী খ্রীষ্টানগণের উপর হামলা চালান এবং ইয়াহুদী মতবাদ চাপিয়ে দেয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি করতে থাকেন । কিন্তু প্রবল চাপ সত্ত্বেও খ্রীষ্টানগণ ইহুদী মতবাদ গ্রহণ করতে অস্বীকার করেন, যার ফলশ্রুতিতে যূ নাওয়াস গর্ত খনন করে সেই গর্তে অগ্নিকুন্ড তৈরী করেন এবং যুবা, বৃদ্ধ, পুরুষ-মহিলা, নির্বিশেষে অনেক কে সেই অগ্ণিকুন্ডে নিক্ষেপ করে হত্যা করেন ।

বলা হয়ে থাকে যে, বিশ থেকে চল্লিশ হাজার লোক এ নরকীয় ঘটনার শিকার হয়েছিলেন । এ নরকীয় ঘটনা সংঘটিত হয়েছিল ৫২৩ খ্রিস্টাব্দে । কুরআন মাজীদে সূরা বুরুজে (৪ থেকে ৭ আয়াতে) এ ঘটনার উল্লেখ রয়েছে ।

বি:দ্র: পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম, যা কাউকে গ্রহণ করতে বাধ্য করে না কিন্তু (ইসলাম ধর্মের নিয়ম-নীতি দেখেই) অনেকে বাধ্য হয়ে যায় ।

সূত্রঃ আর রাহীকুল মাখতুম

Post a Comment