তৎকালীন ইয়াহুদী-খ্রীস্টানঃ ২য় পর্ব


খ্রীষ্টানদের দুঃসাহস ও আল্লাহর গজবঃ

এক সময়ে (৩৭০ থেক ৩৭৮ খ্রীষ্টাব্দে) এক বুজর্গ ব্যক্তি নাজরানে আগমন করেন যাঁর প্রার্থনা আল্লাহর নিকট কবুল হয় বলে কথিত ছিলো । তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ও কেরামতওয়ালা পুরুষ । তাঁর নাম ছিলো ফাইমিউন । অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি নাজরানে খ্রীষ্টীয় মতবাদের প্রচার চালিয়ে যেতে থাকেন । আর এতে তাঁরা (নাজরানবাসী) সকলেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন ।

অতঃপর ৫২৫ খ্রীষ্টাব্দে যূ নাওয়াস এর পৈশাচিক কর্মকান্ডের প্রতিশোধ স্বরূপ 'আবরাহা' আল-আশরাম রাষ্ট্রের শাসনভার গ্রহণ করেন । রাষ্ট্র নায়কের আসনে সমাসীন হওয়ার পর নতুন উদ্যমে খ্রীষ্টীয় মতবাদ প্রচার ও প্রসার কাজে আত্ম নিয়োগ করেন । তার এই প্রচেষ্টার ফলশ্রুতিই হচ্ছে ইয়ামানে অঅন্য একটি কা'বাহ গৃহ নির্মাণ এবং তাঁর নির্মিত কাবাহ গৃহে হজ্জ পালনের জন্য আরববাসীগণকে আহ্বান জানানো । শাসক আবরাহা শুধু এই আআহ্বানেই ক্ষান্ত হননি । তিনি খানায়ে কা'বাহকে সমূলে ধ্বংস করার জন্য দৃঢ় সংকল্প করেন ।

কিন্তু খানায়ে কা'বাহকে ধ্বংস করাতো দূরের কথা, আল্লাহর গজবে পড়ে বিশাল এক হস্তী বাহিনীসহ নিজেই সমূলে ধ্বংসপ্রাপ্ত হয়েছিলেন । যেমনটি কুর'আন কারীমের সূরাহ ফীলে বলা হয়েছে ।

সূত্রঃ আর-রাহীকুল মাখতুম

Post a Comment