পোশাক পরিচ্ছদ বিষয়ক হাদীস


●●● ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ "তোমরা তোমাদের সাদা রঙের কাপড় পরিধান কর। কেননা, তা তোমাদের সর্বোত্তম কাপড়। আর ওতেই তোমাদের মৃত ব্যক্তিদের কাফন দাও।" -[আবু দাউদ, তিরমিযী, রিয়াদুস স্বা-লিহীনঃ ৭৮৩]

●●● আবু রিমসা রিফাআহ তাইমী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ "আমি রাসূলুল্লাহ (সাঃ) এর পরনে দুটো সবুজ রঙের কাপড় দেখেছি।" -[আবু দাউদ, তিরমিযী, আহমাদ, রিয়াদুস স্বা-লিহীনঃ ৭৮৭]

●●● জাবের (রাঃ) হতে বর্ণিত, "রাসূল (সাঃ) মক্কা বিজয়ের দিন কালো রঙের পাগড়ী পরে প্রবেশ করেছিলেন।" -[মুসলিমঃ ১৩৫৮]

●●● আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ "লুঙ্গির (বা প্যান্ট, পাজামার) যে পরিমাণটুকু পায়ের গাঁটের নীচে যাবে, সে পরিমাণ জাহান্নামে যাবে।" -[বুখারীঃ ৫৭৮৭; নাসায়ীঃ ৫৩৩০]

●●● উমর ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ "তোমরা (পুরুষেরা) রেশমের কাপড় পরিধান করো না। কেননা, যে ব্যক্তি দুনিয়াতে রেশমের কাপড় পরিধান করবে, সে আখিরাতে তা থেকে বঞ্চিত হবে।" -[বুখারী, মুসলিম, রিয়াদুস স্বা-লিহীনঃ ৮০৮]

●●● উম্মে সালামাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, "রাসূলুল্লাহ (সাঃ) এর নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় পোশাক ছিল কামীস (জামা)।" -[আবু দাউদ, তিরমিযী, রিয়াদুস স্বা-লিহীনঃ ৭৯৩]

Post a Comment