আল-বারা’ ইবনে মারূর (রা) : আলাদা কিছু গুণ


নাম আল-বারা’ এবং ডাক নাম আবু বিশর। মদীনার বিখ্যাত খাযরাজ গোত্রের বনু সালমা শাখার সন্তান। পিতা মা’রুর ইবন সাখার এবং মাতা আর-রুবাব বিনতুন নু’মান। মা আউস গোত্রের নেতা হযরত সা’দ ইবন মু’য়াজের (রা) ফুফু। হযরত আল-বারা’ ইবন মারূর ছিলেন স্বীয় গোত্রের রয়িস বা নেতা।

সীরাত বিশেষজ্ঞগণ আল-বারা’ ইবন মা’রূরের (রা) নিচের পাঁচটি বৈশিষ্টের কথা উল্লেখ করেছেনঃ

১. সর্বপ্রথম কাবার দিকে মুখ করে নামায আদায়কারী।
২. শেষ আকাবায় সর্বপ্রথম রাসুলুল্লাহ (সা)-এর হাতে হাত রেখে বাই’য়াত গ্রহণকারী।
৩. সর্বপ্রথম সম্পদের ১/৩ অংশের অসিয়তকারী।
৪. রাসূল (সা) মনোনীত বার নাকীবের একজন।
৫. নাকীবদের মধ্যে প্রথম মৃত্যুবরণকারী।

সূত্রঃ আসহাবে রাসূলের জীবনকথা-চতুর্থ খন্ড

Post a Comment