হেরা গুহার অভ্যন্তরে


রাসূল (সা.) যখন চল্লিশে পদর্পণ করলেন, ঐ সময় তারা এতো দ্বীনের বিচার-বিবেচনা, বুদ্ধিমত্তা ও চিন্তা-ভাবনা যা জনগণ এবং তাঁর মধ্যে ব্যবধানের এক প্রাচীর সৃষ্টি করে চলেছিল তা উন্মুক্ত হয়ে গেল এবং ক্রমান্বয়ে তিনি নির্জনতা প্রিয় হয়ে উঠতে থাকলেন । খাবার এবং পানি সঙ্গে নিয়ে মক্কা নগরী হতে দু'মাইল দূরত্বে অবস্হিত নূর পর্বতের হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতে লাগলেন ।

এটা হচ্ছে ক্ষুদ্র আকার-আয়তনের একটি গুহা । এর দৈর্ঘ্য হচ্ছে চার গজ এবং প্রস্হ পৌনে দু'গজ । এর নীচ দিকটা তেমন গভীর ছিলো না । একটি ছোট্ট পথের প্রান্তভাগে অবস্হিত পর্বতের উপরি অংশের একত্রে মিলে মিশে ঠিক এমন একটি আকার-আকৃতি ধারণ করেছিল যা শোভাযাত্রার পুরোভাগে অবস্হিত আরোহী শূন্য সুসজ্জিত অশ্বের মতো দেখায় ।


পুরো রমাজান রাসূল (সা.) হেরা গুহায় অবস্হান করে আল্লাহ তাআ'লার ইবাদাত বন্দেগীতে লিপ্ত থাকেন । স্বগোত্রীয় লোকদের অর্থহীন বহুত্ববাদী বিশ্বাস ও পৌত্তলিক ধ্যান-ধারণা তাঁর অন্তরে দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করতো ।

- সূত্রঃ আর রাহীকুল মাখতুম

Post a Comment