কিছুদিনের জন্য ওহী বন্ধ ও পুনরায় নাযিল


কতদিন যাবত ওহী বন্ধ ছিল সেই ব্যাপারে ইতিহাসবিদগণ কয়েকটি মতামত প্রকাশ করেছেন। সেগুলোর মধ্যে সঠিক মত হলো ওহী বন্ধ ছিলো মাত্র কয়েকদিন।

বুখারী, মুসলিমের বর্ণনা হতে জানা যায় যে, ওহী বন্ধ হওয়ার পর দ্বিতীয়বার ওহী অবতীর্ণ হয় রাসূল (সা.) যখন নির্জনে পুরো মাস অবস্হানের পর ফিরে আসছিলেন সে সময়।

আমি (সফিউর রহমান) বলছিঃ এ হাদীস সাক্ষাত্ দেয় যে, ওহী বন্ধ হওয়ার পর দ্বিতীয়বার ওহী অবতীর্ণ হয় সেই দিন যেদিন রাসূল (সা.) যে রমাযান মাসে ওহী প্রাপ্ত হন সেই মাসের শেষ হওয়ার পর শাওয়াল মাসের প্রথম দিন। কেননা এটাই ছিলো হেরা গুহায় তাঁর শেষ অবস্হান। আর যখন এটা প্রমাণিত হলো যে, তাঁর নিকট ওহী অবতীর্ণ হয়েছিল ২১ রমাযানে তখন এটা নিশ্চিতরূপেই অবধারিত হয়ে গেল যে, ওহী বন্ধ থাকার সময়কাল ছিল মাত্র ১০ দিন।

পুনরায় ওহীসহ জীবরাঈল (আ.) এর আগমণঃ

হাফেজ ইবনে হাজার বলেন যে, নাবী (সা.) এর উপর প্রথম ওহী অবতীর্ণ হওয়ার সময় তিনি কিছুটা ভয়-ভীতির সঙ্গে বিস্ময়াভিভূত হয়ে পড়েন। তাঁর মানসিকতার ক্ষেত্রে কিছুটা বিহ্বলতার ভাবও পরিলিক্ষিত হতে থাকে। এ প্রেক্ষিতেই আল্লাহ রাব্বুল আলামীন কিছুদিন ওহী নাযিল বন্ধ রাখেন, যাতে তিনি স্বাভাবিক অবস্হায় ফিরে যাওয়ার সুযোগ লাভ করেন। -(ফাতহুল বারী ১ম খণ্ড ২৭ পৃষ্ঠা)

ঠিক তাই হলো, নাবী কারীম (সা.) যখন প্রথম ওহী নাযিলের অসুবিধা থেকে মুক্ত হয়ে মানসিকভাবে প্রস্তুত হয়ে গেলেন, তখন জীবরাঈল (আ.) পুনরায় ওহী নিয়ে আগমন করলেন।

সহীহুল বুখারীতে জাবির বিন আব্দুল্লাহ (রা.) হতে বর্ণিত আছে যে, ঘটনার বর্ণনা প্রসঙ্গে রাসূল (সা.) বলেছেনঃ

'আমি পথ ধরে চলছিলাম এমন সময় হঠাৎ আকাশ থেকে একটি আওয়াজ আমার শ্রুতিগোচর হল। আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই আমি সেই ফেরেশতাকে দেখতে পেলাম যিনি আমার নিকট হেরা গুহায় আগমন করেছিলেন। তিনি আকাশ ও পৃথিবীর মধ্যস্হানে কুরশীতে উপবিষ্ট ছিলেন। ভয়ে বিস্ময়ে আমার দৃষ্টি অবনত হয়ে এল। তারপর আমার সহধর্মিণীর নিকট এসে বললাম, আমকে চাদর দিয়ে ঢেকে দাও। তিনি আমাকে চাঁদর দিয়ে ঢেকে দিলেন। তারপর আল্লাহ তাআ'লা বলেন,

"ওহে বস্ত্র আবৃত (ব্যক্তি)! - ওঠ, সতর্ক কর। -আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর। -তোমার পোশাক পরিচ্ছেদ পবিত্র রাখ। -(যাবতীয়) অপবিত্র থেকে দূরে থাক" (মুদ্দাসসিরঃ ১-৫) । এরপর থেকে অবিরামভাবে ওহী নাযিল হতে থাকে।'

-সহীহুল বুখারী, কিতাবুত তাফসির

Post a Comment