রাসূল (সাঃ) এর প্রকাশ্য দ্বীন প্রচার শুরুঃ ৪র্থ পর্ব


রাসূল (সাঃ) তার নিকটস্ত লোকদের মাঝে এটা পরিষ্কার করলেন যে, তাঁর রিসালাতকে সত্যায়ন করার অর্থই হলো, রাসূল (সাঃ) এবং তাদের মধ্যে একটি সৌহাদ্যপূর্ণ জীবনের সূত্রপাত করণ । আর আরবে যে আত্মীয় সম্বন্ধের মজবুত ভিত্তি রয়েছে তা আল্লাহর পক্ষ থেকে আসা সতর্কবাণীর তুলনায় নিতান্ত নগণ্য ।

আর ইতোমধ্যে নাযিল হলোঃ
"কাজেই তোমাকে যে বিষয়ে হুকুম দেয়া হয়েছে তা জোরে শোরে প্রকাশ্যে প্রচার করো, আর মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও ।" -সূরা আল-হিজরঃ ৯৪

এ আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ (সাঃ) মুশরিক সমাজে ও অলি-গলি ঘুরে ঘুরে প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন । তাদের নিকট আল্লাহর কিতাব পড়ে শুনাতে লাগলেন, অন্যান্য রাসূলগণ যা দাওয়াত দিতেন তাই প্রচার করতে থাকলেন । অর্থাৎ "হে আমার সম্প্রদায়! তোমার আল্লাহর ইবাদাত কর, তিনি ছাড়া তোমাদের কোন ইলাহ নেই ।" এবং দৃষ্টির সামনেই আল্লাহর ইবাদাত করতে লাগলেন । অতঃপর তিনি প্রকাশ্য দিবালোকের কুরাইশ নেতাদের সম্মুখে কা'বাহ প্রাঙ্গনে সালাত আদায় করতেন । তাঁর দীনের দ্রুত ছড়িয়ে পড়তে লাগল এবং একের পর এক লোকজন শান্তির ধর্ম ইসলামে দীক্ষিত হতে থাকলেন । ফলশ্রুতিতে যারা ইসলাম গ্রহণ করেছেন এবং যারা ইসলাম গ্রহণ করেন নি এ উভয় দলের বাড়িতে বাড়িতে হিংসা-বিদ্বেষ, শত্রুতা-বিরোধীতা ক্রমে বেড়েই চললো এবং কুরাইশগণ সর্বদিক থেকে মু'মিনদের ঘৃণা করতে থাকলেন এবং তাদের সাধ্যমত ইসলামের সাথে মন্দ আচরণ করতে লাগলেন ।

-সূত্রঃ আর-রাহীকুল মাখতুম, ১০৭ পৃঃ

Post a Comment