রাসূল (সাঃ) এর জন্মস্থল আরবের ভৌগলিক অবস্থান


আজকে আমরা জানতে চেষ্টা করবো রাসূল (সা.) এর জন্মস্হল আরবের ভৌগলিক অবস্হান কেমন-?

অভ্যন্তরীন ভৌগলিক এবং ভূ-প্রাকৃতিক উভয় দৃষ্টিকোণ থেকেই আরব উপদ্বীপ অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্য বহন করে। এ উপদ্বীপের চতুর্দিকে মরুভূমি বা দিগন্ত বিস্তৃত বালুকাময় প্রাণ্তর দ্বারা পরিবেষ্টিত। যে কারণে এ উপদ্বীপ এমন এক সুরক্ষিত দূর্গে পরিণত হয়েছে যে, যে কোনো বিদেশী শক্তি বা বহিঃশত্রুর পক্ষে এর উপর আক্রমণ পরিচালনা, অধিকার প্রতিষ্ঠা কিংবা প্রভাব বিস্তার করা অত্যন্ত কঠিন। এ নৈসর্গিক কারণেই আরব উপদ্বীপের মধ্যভাগের আধিবাসীগণ সেই সুপ্রাচীন এবং স্মরণাতীত কাল থেকেই সম্পূর্ণ স্বাধীন থেকে নিজস্ব স্বাতন্ত্রগত বৈশিষ্ট্য বজায় রেখে চলতে সক্ষম হয়েছে।

বহির্বিশ্বের দিক থেকে আরব উপদ্বীপের অবস্হানের প্রতি লক্ষ করলেও প্রতীয়মান হবে যে, দেশটি পুরাতন যুগের মহাদেশসমূহের একেবারে মমধ্যস্হলে বা কেন্দ্রবিন্দুতে অবস্হিত এবং জল ও স্হল উভয় পথেই পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশের সঙ্গে সংযুক্ত। আর এরই পথ ধরে আরব উপদ্বীপের উত্তর ও দক্ষিণ সীমান্ত ছিল বিভিন্ন সম্প্রদায়ের ব্যবসা -বানিজ্য, কৃষি ও মত বিনিময়ের লক্ষ্যস্হল বা কেন্দ্রবিন্দু।

আর এরকম পরিবেশেই জন্মগ্রহণ করেন (আল্লাহর পক্ষ হতে) সর্বশেষ বার্তাবাহক, মুহাম্মদ (সা.)।

সূত্রঃ [আর-রাহীকুল মাখতুম, পৃষ্ঠা নং ৩৪]

Post a Comment