ইয়ারমুকের যুদ্ধ শেষে বিজয়ী মুসলিমদের প্রতি অপদস্থ কাফিরদের মনোভাবঃ


তখন ইয়ারমুকের যুদ্ধের ইতি টানার সময় ।

তখন লাঞ্চিত, অপদস্থ রোমান সন্যরা খালিদ বিন ওয়ালিদের সেনাবাহিনীর হাতে পরাজিত হওয়ার কথা তাদের সম্রাট হিরাক্লিয়াসের নিকট জানায় ।

তা শুনে হিরাক্লিয়াস বলে উঠলো- "লানত তোমাদের উপর! যারা তোমাদের সাথে যুদ্ধ করেছে, তাদের সম্পর্কে আমাকে বলো । তারা কি তোমাদের মতো মানুষ নয় ?

তারা জবাব দিলোঃ হ্যাঁ ।

হিরাক্লিয়াস জিজ্ঞেস করলো- "তোমাদের সংখ্যা বেশি নাকি তাদের ?"

তারা উত্তরে বললোঃ "বরং আমরা তো প্রতিটি যুদ্ধেই সংখ্যার দিক থেকে তাদেরকে বহুগুণে ছাড়িয়ে গেছি ।"

হিরাক্লিয়াস প্রশ্ন ছুড়লো- "তাহলে, কেন তারা তোমাদের পরাজিত করলো ?"

তখন তাদের এক উচ্চপদস্থ ব্যক্তি এগিয়ে এসে বললোঃ "কারণ তারা রাতে জেগে উঠে সালাত আদায় করে, দিনের বেলায় সিয়াম পালন করে, ওয়াদা পূরণ করে, সৎ কাজে উৎসাহ দেয়, মন্দ কাজে বাধা দেয় এবং তারা একে অপরের সাথে উত্তম ব্যবহার করে । অন্যদিকে আমরা মদ খাই, ব্যভিচার করি, নিষিদ্ধ কাজে মত্ত হই, চুক্তি ভঙ্গ করি, অন্যায় ও অত্যাচার করি, আমাদের রবকে রাগান্বিত করে এমন কাজে উৎসাহ দেই, আর যা তাঁকে সন্তুষ্ট করে তাতে বাধা প্রদান করি এবং পৃথিবীতে বিপর্যয় ছড়িয়ে বেড়াই ।"

হিরাক্লিয়াস বললোঃ "তুমি সত্য বলেছো ।"

তথ্যসূত্রঃ আল বিদায়াহ ওয়ান-নিহায়াহ

Post a Comment