বৃষ্টি প্রার্থনার একদিন


ইবনে আসাকের জালহুমাহ বিন উরফুতাহ থেকে বর্ণনা করেছেন যে, আমি একবার মক্কায় আগমন করলাম। দুর্ভিক্ষের কারণে মানুষ তখন অত্যন্ত নাজেহাল এবং সংকটাপন্ন অবস্থায় নিপতিত ছিলেন। কুরাইশগণ আবু ত্বালিবকে বললেন, হে আবু ত্বালিব! আরববাসীগণ দুর্ভিক্ষজনিত চরম আকালের সম্মুখীন হয়েছেন। চলুন সকলে বৃষ্টির জন্য আল্লাহ্ তা'আলার নিকটে দু'আ করি।

এ কথা শ্রবণের পর আবু ত্বালিব এক বালক (নাবী সা:) কে সঙ্গে নিয়ে বের হলেন। ঐ বালক কে আকাশে মেঘাচ্ছন্ন এমন এক সূর্য বলে মনে হচ্ছিল যা থেকে ঘন মেঘমালা যেন এখনই আলাদা হয়ে গেল। সেই বালকের আশেপাশে আরও অন্যান্য বালকও ছিলো, কিন্তু এ বালকটির মুখ থেকে এ বৈশিষ্ট্য যেন ছড়িয়ে পড়ছিল।

আবু ত্বালিব সেই বালক কে হাত ধরে কাবা গৃহের নিকট নিয়ে গেলেন এবং কাবার দেয়ালের সঙ্গে তাঁর পিঠ লাগিয়ে তাঁকে দাঁড়িয়ে থাকতে বললেন। বালক তাঁর চাচার হাতের আঙুল ধরে দাঁড়িয়ে থাকলেন। সে সময় আকাশে এক টুকরো মেঘও ছিলো না। অথচ কিছুক্ষণের মধ্যেই মেঘে মেঘে আকাশ ছেয়ে গিয়ে আঁধার ঘনিয়ে এল এবং মুষল ধারে বৃষ্টিপাত শুরু হল। বৃষ্টিপাতের পরিমাণ এত বেশী হল যে উপত্যকায় প্লাবনের সৃষ্টি হয়ে গেল এবং এর ফলে শহর ও মরু অঞ্চল পুনরায় সতেজ-সজীব হয়ে উঠল।

সূত্র: আর-রাহীকুল মাখতুম, পৃষ্ঠা: ৮৫

1 Comments

Post a Comment