আবিসিনিয়ায় হিজরত


অন্যায় অত্যাচারের উল্লিখিত বিভীষিকাময় ধারা-প্রক্রিয়া ও কার্যকর সূচিত হয় নবুওয়াতের চতুর্থ বর্ষের মধ্যভাগে কিংবা শেষের দিক থেকে। জুলুম নির্যাতনের মাত্রা শুরুতে সামান্য থাকলেও দিনের পর দিন, মাসের পর মাস এর মাত্রা বাড়তেই থাকে । পঞ্চম বর্ষের মধ্যভাগে তা চরমে পৌঁছল এবং শেষ পর্যন্ত এমন এক অবস্থার সৃষ্টি হলো যে, মক্কায় মুসলিমদের টিকে থাকা এক রকম অসম্ভব হয়ে উঠলো । তাই এই বিভীষিকার কবল থেকে পরিত্রাণ লাভের উদ্দেশ্যে তাঁরা বাধ্য হলেন পথের সন্ধানে প্রবৃত্ত হতে । আর এই সময়ই আল্লাহর পক্ষ হতে রাসূলের (সা:) প্রতি অবতীর্ণ হলো:

"হে আমার বিশ্বাসী বান্দাগণ! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর। যারা এ দুনিয়াতে সৎকাজ করে, তাদের জন্যে রয়েছে পুণ্য। আল্লাহর পৃথিবী প্রশস্ত। যারা সবরকারী, তারাই তাদের পুরস্কার পায় অগণিত।" - (সূরা আয-যুমার, আয়াত: ১০)

আর এই আয়াত অবতীর্ণ হওয়ার পরই রাসূলুল্লাহ (সা:) মুসলিমদের নিয়ে আবিসিনিয়ার দিকে হিজরত করতে প্রস্তুতি গ্রহণ করেন। কারণ তৎকালীন আবিসিনিয়ার সম্রাট ছিলেন অনেকটা উদার ও ন্যায়পরায়ণ।

সূত্র: আর-রাহীকুল মাখতুম, পৃষ্ঠা: ১২৮


Post a Comment