সাফিয়্যাহ (রা) : রাসূল (সা) কে অনুসরণের এক অনন্য দৃষ্টান্ত


একবার আয়েশা (রা) আটার পিঠা বানাচ্ছিলেন । তখন তাঁর সতীন সাফিয়্যা (রা) তাঁর কাছেই ছিলেন । আয়িশা (রা) সাফিয়্যা (রা) কে পিঠা খেতে বললেন । সাফিয়্যা (রা) সরাসরি না করে দিলেন । আয়িশা (রা) নাছোড়বান্দা হয়ে তাঁকে পিঠা খাওয়ায়ে ছাড়বেন এমনভাবে ধরলেন । আর সাফিয়্যা (রা) নিজ মতে অটল । শেষ পর্যন্ত আয়িশা (রা) সাফিয়্যার মুখে জোর করে আটা মাখিয়ে দিলেন! এতক্ষণ তাঁদের এই কান্ড দেখছিলেন রাসূল (সা) । এই কাহিনী দেখে তিনি এমনভাবে হাসি দিয়ে ফেলেন যার ফলে তাঁর দাঁত মোবারক প্রকাশিত হয়ে যায় । এই একবারই ব্যতিক্রম । এছাড়া সারাজীবন তিনি মুচকি হাসি হেসেছেন ।

সূত্রঃ আসহাবে রাসূলের জীবনকথা, ৫ম খন্ড

Post a Comment