রাসূল (সাঃ) এর প্রকাশ্য দ্বীন প্রচার শুরুঃ ২য় পর্ব


এরপর নাবী কারীম (সাঃ) স্বগোত্রীয় লোকজনদের একত্রিত করে দ্বিতীয় সম্মেলনের ব্যবস্হা করেন । সম্মেলনে উপস্হিত জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন,

"সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার জন্য, আমি তাঁর প্রশস্তি বর্ণনা করছি এবং সাক্ষ্য প্রদান করছি যে, আল্লাহ ব্যতীত কেউই উপাসনার যোগ্য নয় । তিনি একক এবং অদ্বিতীয়, তাঁর কোন অংশীদার নেই ।"

তারপর তিনি বলেনঃ
"কল্যাণকামী পথ-প্রদর্শক স্বীয় আত্মীয়-পরিজনগণের নিকট কখনই মিথ্যা বলতে পারেন না, সেই আল্লাহর শপথ যিনি ব্যতীত অন্য কোনই উপাস্য নেই । বিশেষভাবে তোমাদের জন্য এবং সাধারণভাবে বিশ্বের সকল মানুষের জন্যই আমি আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত হয়েছি । আল্লাহ জানেন, তোমরা সকলেই সেভাবেই মৃত্যুর সম্মুখীন হবে যেমনটি বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ো এবং সেভাবেই পুনরায় উথিত হবে যেমনটি তোমরা ঘুমন্ত অবস্হা থেকে জাগ্রত হও । পুনরুথান দিবসে তোমাদের সফলতা সম্পর্কে হিসাব গ্রহণ করা হবে এবং পুণ্যের ফলশ্রুতি হিসেবে চিরস্হায়ী সুখ-শান্তির আবাস স্থল জান্নাত ও পাপাচারের ফলশ্রুতি হিসেবে কঠিন আজাব ও দুঃখ-কষ্টের আবাস স্থল জাহান্নামে প্রবেশ করানো হবে ।"

এ কথা শুনে আবু ত্বালিব বললেন, (জিজ্ঞেস করো না) আমরা কতটুকু তোমার সাহায্য করতে পারবো, তোমার উপদেশ আমাদের জন্য কতটুকু গ্রহণযোগ্য হবে, তোমার কথাবার্তা কতটুকু সত্য বলে আমরা জানব । এখানে সমবেত লোকজন তোমার পিতৃ-পরিবারের সদস্য এবং আমিও অনুরূপ একজন সদস্য । পার্থক্য শুধু এটুকুই যে, তোমার সহযোগীতার জন্য তাঁদের তুলনায় আমি অগ্রগামী আছি । আল্লাহ ভরসা, আমি অবিরামভাবে তোমার কাজকর্ম দেখাশোনা ও তোমাকে সহানুভূতি করতে থাকব । তবে আব্দুল মুত্তালিবের দ্বীন ত্যাগ করতে আমি প্রস্তুত নই ।

আবু লাহাব বললেনঃ আল্লাহর শপথ, এ হচ্ছে অন্যায় এবং দুষ্টামি-নষ্টামি । এর হাত অন্যদের আগে তোমরাই ধরে নাও ।


আবু লাহাবের মুখে এ কথা শ্রবণের পর আবু ত্বালিব বললেন, 'আল্লাহর শপথ করে বলছি, যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে আমি তাঁর হেফাজত বা রক্ষণাবেক্ষণ করতে থাকবো ।'


- সূত্রঃ আর-রাহীকুল মাখতুম, পৃষ্ঠা নং ১০৫

Post a Comment