আযানের জবাব

আযানের জওয়াব দেয়ার নিয়ম:

যখন আযান শুনবে- তখন মুয়াজ্জিনের মত অনুরূপ আযানের বাক্যসমূহ বলতে হবে। তবে মুয়াজ্জিন যখন বলবে, 'হাইয়্যা আলাস সালাহ, হাইয়্যা আলাল ফালাহ' তখন শ্রোতা বলবে- 'লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ'। -(বুখারী ও মুসলিম)


এই আমলের ফযীলত:
১. আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। (মুসলিম)
২. অন্য বর্ণনায় আছে, ''যে কেউ আন্তরিকতার সাথে এই আমল করলে, সে জান্নাতে যাবে।'' (মুসলিম)

2 Comments

Post a Comment