ঈমান বিষয়ক


●●● হবরত ইবনে উমর (রা.) বলেন, আল্লাহর রাসূল (সাঃ) বলেছেন, "ইসলাম পাঁচটি স্তম্ভের উপর স্হাপিত (এগুলো হল) এই সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, সালাত আদায় করা, যাকাত আদায় করা, হজ্জ আদায় করা এবং রমাযানের ছিয়াম পালন করা।" -[বুখারীঃ ৭]

●●● হযরত আবু হুরায়রা (রা.) বলেন, আল্লাহর নবী (সাঃ) বলেছেনঃ "ঈমানের শাখা হলো ষাটের কিছু অধিক এবং লজ্জা- শরম ঈমানের একটি শাখা।" -[বুখারীঃ ৮]

●●● হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, আল্লাহর নবী (সাঃ) বলেছেনঃ "যার জিহ্বা ও হাত থেকে মুসলমানগণ নিরাপদ থাকে সে-ই মুসলিম।" -[বুখারীঃ ৯]

●●● হযরত আনাস (রা.) বলেন, আল্লাহর নবী (সাঃ) বলেছেনঃ "তোমাদের কেউ ঈমানদার হবে না, যতক্ষণ পর্যন্ত না সে নিজের জন্য যা পছন্দের করে তার মুসলিম ভাইয়ের জন্য তাই পছন্দ করে।" -[বুখারীঃ ১২]

●●● হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূল (সাঃ) বলেছেনঃ "যাঁর হাতে আমার জীবন রয়েছে তাঁর শপথ । তোমাদের কেউ ঈমানদার হবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও পুত্রের তুলনায় প্রিয়তর হই। " -[বুখারীঃ ১৩]

●●● হযরত আনাস (রাঃ) বলেন, আল্লাহর রাসূল (সাঃ) বলেছেনঃ "যার মধ্যে তিনটি গুণ রয়েছে সে ঈমানের স্বাদ অনুভব করবে, (ক) তার কাছে অন্য সবার তুলনায় আল্লাহ ও রাসূল (সাঃ) প্রিয়তর হয়, (খ) কাউকে ভালোবাসলে আল্লাহর জন্যই ভালোবাসে, (গ) আগুনে ফিরে যাওয়াকে যেমন অপ্রিয় জানে, কুফরিতে ফিরে যাওয়াকে তেমন অপ্রিয় মনে করে।" -[বুখারীঃ ১৫]

●●● হযরত আবু হুরায়রা (রা.) বলেন, আল্লাহর নবী (সা.) বলেছেনঃ "মুনাফিকের আলামত তিনটি- (ক) কথা বললে মিথ্যা বলে, (খ) ওয়াদা করলে তা ভঙ্গ করে, (গ) আর তার কাছে আমানত রাখা হলে তা খিয়ানত করে।"-[বুখারীঃ ৩২]

●●● আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূল (সাঃ) বলেনঃ "ঈমানের ষাটের অধিক শাখা রয়েছে । তার মধ্যে সর্বোত্তমটি হল 'লা ইলাহা ইল্লাল্লাহ' এবং সর্বনিম্নটি হল 'রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া' লজ্জাও ঈমানের অন্যতম একটি শাখা।" -[রিয়াদুস স্বা-লিহীন :: বই ২:: হাদীস নং ৬৮৩]



1 Comments

Post a Comment