রোগী দেখতে গিয়ে দোয়া


●● রোগী দেখার সময় পড়তে হবেঃ

ﺍﺫﻫﺐ ﺍﻟﺒﺎﺱ ﺭﺏ ﺍﻟﻨﺎﺱ ﺍﺷﻒ ﺍﻧﺖ ﺍﻟﺸﺎﻓﻲ ﻟﺎﺷﻔﺎﺀ ﺍﻟﺎ ﺷﻔﺎﺋﻚ ﺷﻔﺎﺀ ﻟﺎﻳﻐﺎﺩﺭ ﺳﻘﻤﺎ

উচ্চারণঃ আজহিবিল বা-স্ রাব্বানা-সি ইশফি, আনতাশশা-ফি লা-শিফা-আ ইল্লা শিফা-আন লা ইয়ুগা-দিরু সুকমান।

অর্থঃ হে মানবকূলের রব! এ বান্দার কষ্ট দূর করে দাও এবং রোগমুক্ত করে দাও। তুমিই একমাত্র রোগ থেকে মুক্তিদাতা। তোমার শেফা ব্যতীত আর কোন শেফা নেই । এমনভাবে নিরাময় করে দাও, যেন কোন রোগের প্রভাব না থাকে। - [বুখারীঃ ৫৬৭৫]


●● আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, জিবরিল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এসে বললেন, হে মুহাম্মাদ! আপনি কি অসুস্থ?’ তিনি বললেন, হ্যাঁ।’’ জিবরিল তখন এই দোয়াটি পড়লেন,

বিসমিল্লা-হি আরক্বীকা, মিন কুল্লি শাইয়িন ইউ’যীকা, অমিন শার্রি কুল্লি নাফসিন আউ আইনি হা-সিদ, আল্লা-হু য়্যাশফীকা, বিসমিল্লা-হি আরক্বীকা।’


بِسْمِ الله أَرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ، اللهُ يَشْفِيكَ، بِسمِ اللهِ أُرقِيكَ . رواه مسلم

অর্থাৎ আমি তোমাকে আল্লাহর নাম নিয়ে প্রত্যেক কষ্টদায়ক বস্তু থেকে এবং প্রত্যেক আত্মা অথবা বদনজরের অনিষ্ট থেকে মুক্তি পেতে ঝাড়ছি। আল্লাহ তোমাকে আরোগ্য দান করুন। আল্লাহর নাম নিয়ে তোমাকে ঝাড়ছি।

- [বুখারি ৯৭২, মুসলিম ২১৮৬, ইবন মাজাহ ৩৫২৩, আহমদ ১১১৪০, ১১৩১৩]


Post a Comment