নিয়ত বিষয়ক


●●● উমর (রাঃ) বলেন, আমি রাসূল (সাঃ) কে বলতে শুনেছি যে, "যাবতীয় কার্য নিয়ত (বা সংকল্পের) উপর নির্ভরশীল। আর মানুষের জন্য তাই প্রাপ্য হবে, যার সে নিয়ত করে। অতএব যে ব্যক্তি হিযরত (স্বদেশ ত্যাগ) আল্লাহর (সন্তোষ লাভের) উদ্দেশ্যে ও তাঁর রাসূলের জন্য হবে, তাঁর হিজরত আল্লাহ ও তাঁর রাসূলের জন্যই হবে। আর যে ব্যক্তির হিজরত পার্থিব সম্পদ অর্জন কিংবা কোন মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হবে, তার হিজরত যে সংকল্প নিয়ে করবে তারই জন্য হবে।" -[বুখারী, মুসলিম, রিয়াদুস স্বা-লিহীনঃ ১]


●●● আবু হুরায়রা (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূল (সাঃ) বলেছেনঃ "নিশ্চয়ই আল্লাহ তায়ালা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না, বরং তোমাদের অন্তর ও আমল দেখেন।" -[বুখারী, মুসলিম, রিয়াদুস স্বা-লিহীনঃ ৮]

Post a Comment