বিপদাপদের দু'আ


১/
ﻟﺎ ﺍﻟﻪ ﺍﻟﺎ ﺍﻟﻠﻪ ﺍﻟﻌﻆﻴﻢ ﺍﻟﺤﻠﻴﻢ , ﻟﺎ ﺍﻟﻪ ﺍﻟﺎ ﺍﻟﻠﻪ ﺭﺏ ﺍﻟﻌﺮﺵ ﺍﻟﻌﻆﻴﻢ, ﻟﺎ ﺍﻟﻪ ﺍﻟﻠﻪ ﺭﺏ ﺍﻟﺴﻤﻮﺍﺕ ﻭﺭﺏ ﺍﻟﺎﺭﺽ ﻭﺭﺏ ﺍﻟﻌﺮﺵ ﺍﻟﻜﺮﻳم

উচ্চারণ: লা-ইলা-হা ইল্লাল্লা-হুল আযীমুল হালীম, লা-ইলা-হা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা-ইলা-হা ইল্লাল্লা-হু রাব্বুস সামা-ওয়াতি ওয়া রাব্বুল আরশিল কারীম।

অর্থঃ আল্লাহ্ ব্যতীত ইবাদাতের যোগ্য কোনো উপাস্য নেই, তিনি মহান সহনশীল, আল্লাহ্ ছাড়া ইবাদাতের যোগ্য কোন মা'বুদ নেই, তিনি মহান আরশের প্রতিপালক, আল্লাহ্ ছাড়া ইবাদাতের যোগ্য কোন উপাস্য নেই, তিনি আকাশ ও পৃথিবীর প্রতিপালক এবং মহান আরশের প্রতিপালক।

- বুখারী, ফাতহুল বারী- ৭/১৫৪; মুসলিম- ৪/২০৯২


২/
ﻟﺎ ﺍﻟﻪ ﺍﻟﺎ ﺍﻧﺖ ﺳﺒﺤﺎﻧﻚ ﺍﻧﻲ ﻛﻨﺖ ﻣﻦ ﺍﻟﻆﺎ ﻟﻤﻴن

উচ্চারণ: লা-ইলা-হা ইল্লা-আনতা সুবহা-নাকা ইন্নী কুনতু মিনায যোয়ালিমীন।

অর্থ: তুমি ব্যতীত উপাসনার যোগ্য কোনো মা'বুদ নেই, তুমি পবিত্র, নিশ্চয় আমি যালেমদের অন্তর্ভুক্ত।

- তিরমিযী: ৫/৫২৯, ৩/১২৮


৩/
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي، وَأَخْلِفْ لِي خَيْرَاً مِنْهَا

অর্থ:
আমরা তো আল্লাহ্‌রই। আর নিশ্চয় আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী। হে আল্লাহ! আমাকে আমার বিপদে সওয়াব দিন এবং আমার জন্য তার চেয়েও উত্তম কিছু স্থলাভিষিক্ত করে দিন।

উচ্চারণ:
ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রাজি‘উন। আল্লা-হুম্মা আজুরনী ফী মুসীবাতী ওয়াখলুফ লী খাইরাম মিনহা

- মুসলিম ২/৬৩২, নং ৯১৮।

Post a Comment