যে প্রতিযোগিতা পুণ্য আনে


হযরত আবু বকর (রা:)র খেলাফত কাল। মদীনায় বসবাস করতো এক অন্ধ মহিলা। মহিলার ত্রিকুলে কেউ নাই। তার উপর সে বৃদ্ধা। তাই তার চলাফেরা, খাওয়া-দাওয়ায় খুব কষ্ট হতো। ইসলামী শাসনে এ রকম একজন মহিলা মানবেতর জীবন- যাপন করবে, তা হয়না। তাই হযরত ওমর (রা:) এই মহিলার তত্ত্বাবধানের দায়িত্ব নিলেন।

হযরত ওমর (রা:) প্রতিদিন যথা সময়ে মহিলাকে খাবার পৌঁছানোসহ যাবতীয় কাজ করতেন। এভাবে কিছু দিন গেল। একদিন হযরত ওমর (রা:) খাবার নিয়ে এলেন। এসেই বললেন-

- বুড়ি মা! আপনার জন্যে খাবার নিয়ে এসেছি।

- কে! কে আবার খাবার নিয়ে এসেছো? আমি তো একটু আগেই খাবার খেলাম।

হযরত ওমর (রা:) ভাবনাই পড়লেন। ব্যাপার কি? আমিইতো প্রতি দিন তাকে খাবার দিই। এখন শুনছি অন্য কেউ খাবার খাইয়ে গেছে। হযরত ওমর (রা:) কিছুই বুঝতে পারলেন না। শুধু এ টুকুই বুঝলেন যে, অন্য কেউ এসে এই মহিলাকে খাবার খাইয়ে যায়।

হযরত ওমর কিছু না বলে চলে গলেন। পরদিন ওমর যথা সময়ে এলেন। সে দিনও কে যেন বুড়িয়ে খাইয়ে গেল। সেদিনও ওমর (রা:) চলে গেলেন। এর পরদিন হযরত ওমর আবারও বুড়ির কাজ করতে এলেন।

বুড়িকে বললেন-
আমি কাজ করতে এসেছি।

বুড়ি বলল-
আমার কাজ তো কে যেন একটু আগেই করে দিয়ে গেল।

এবার হযরত ওমর (রা:) ঠিক করলেন। কে এই লোক। যে প্রতিদিন আমার আগে এসে কাজ করে দিয়ে যায়। তাকে আমার বের করতেই হবে। যেই ভাবা, সেই কাজ।

হযরত ওমর (রা:) একতদিন গোপনে লুকিয়ে থাকলেন। দেখলেন ইসলামী প্রজাতন্তের মহান শাসক আবু বকর (রা:) এসে আজ বুড়ির কাজ করে দিয়ে যাচ্ছে। খেলাফতের কঠিন দায়িত্বও তাকে এই বুড়ির কাজ করা থেকে ফেরাতে পারে নি।

হযরত ওমর ফারুক (রা:) তাঁকে দেখা মাত্রই চিৎকার করে উঠলেন-
নিশ্চয় আপনি। আল্লাহর শপথ। আপনি ছাড়া এই কাজ কেউ করতে পারে না। প্রতিদিন আপনি আমাকে এই সাওয়াবের কাজে হারিয়ে দেন।

তথ্যসূত্রঃ আমরা সেই সে জাতি

1 Comments

Post a Comment