পবিত্রতা বিষয়ক


●●● আবু সা'ঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ "নিশ্চয়ই পানি পবিত্র জিনিস, কোন কিছুই তাকে অপবিত্র করতে পারে না।" -[আবু দাউদ, নাসায়ী, তিরমিযী, বলুগুল মারামঃ ২]

●●● আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ "সমুদ্রের পানি পবিত্র এবং তার মৃত প্রাণী হালাল।" -[আবু দাউদ, নাসায়ী, ইবনু মাজাহ, বুলুগুল মারামঃ ১]

●●● আব্দুল্লাহ বিন উমার (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসূল (সাঃ) বলেছেনঃ "পানির পরিমাণ যদি দু'কুল্লা (কুল্লা হচ্ছে একশত তের কেজি পানি আটে এমন পাত্র) হয়, তবে তার মধ্যে কোন অপবিত্র বস্ত পড়লে তা নাপাক হবে না।" -[আবু দাউদ, নাসায়ী, তিরমিযী, বুলুগুল মারামঃ ৫]

●●● নাবী (সাঃ) এর জৈনক সাহাবী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) জুনুবী পুরুষের গোসলের অবশিষ্ট পানি দ্বারা পুরুষকে আর নারীর অবশিষ্ট পানি দ্বারা পুরুষকে গোসল করতে নিষেধ করেছেন (তবে স্বামী-স্ত্রীর ক্ষেত্রে ভিন্ন) । বরং তারা যেন একই সঙ্গে আজলা আজলা করে পানি উঠিয়ে নিয়ে গোঁসল করে।" -[আবু দাউদ, নাসায়ী, বুলুগুল মারামঃ ৭]

●●● ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত, নাবী (সাঃ) মাইমুনাহ (রা.) এর গোসলের অবশিষ্ট পানি দ্বারা গোসল করতেন।" -[মুসলিমঃ ৩২৩]

●●● আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আল্লাহর রাসূল (সাঃ) এরশাদ করেছেনঃ "কুকুর কোন পাত্র চাটলে সেই পাত্রকে পবিত্র করতে সাতবার সেটিকে পরিষ্কার করে ধুতে হবে- তার প্রথম বার (অন্য বর্ণনায় প্রথম বা শেষ বার) মাটি দিয়ে (মাজতে হবে)।" -[মুসলিমঃ ৯১, ২৯৭]

●●● আবু কাতাদাহ (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (সাঃ) বিড়াল সম্পর্কে বলেছেনঃ "সে অপবিত্র নয় এবং সে তো তোমাদের মাঝে চলাফেরা করতে থাকে।" -[আবু দাউদ, নাসায়ী, বুলুগুল মারামঃ ১১]

●●● আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেনঃ "যখন তোমাদের কারো পানীয় বস্তুর মধ্যে মাছি পড়ে তখন সে যেন তাকে তার (পানির) মধ্যে ডুবিয়ে দেয়। তারপর তাকে বাইরে ফেলে দেয় । কেননা ওর এক ডানায় রোগ আর অন্য ডানায় আরোগ্য রয়েছে।" -[বুখারী, বুলুগুল মারামঃ ১৪]

●●● আনাস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু তালহাকে (রা.) -আল্লাহর রাসূল (সা.) খাইবার যুদ্ধে (লোকদের মধ্যে) এমর্মে ঘোষণা করতে নির্দেশ দিয়েছিলেন যে, নিশ্চয় আল্লাহ তা'আলা ও তাঁর রাসূল (সা.) তোমাদেরকে গাধার গোশত হতে নিষেধ করেছেন। কেননা তা অপবিত্র। -[বুখারী, মুসলিম, বুলুগুল মারামঃ ২৫]

●●● আয়িশা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, "রাসূলুল্লাহ (সাঃ) তাঁর কাপড় হতে শুক্র ধুয়ে ফেলে ঐ কাপড়েই সালাত আদায় করতে চলে যেতেন, আর ধোয়ার চিহ্নটা আমি কাপড়ের মধ্যে দেখতে পেতাম।" -[বুখারী, মুসলিম, বুলুগুল মারামঃ ২৭]

●●● আবু বকর সিদ্দিক (রাঃ) এর কণ্যা আসমা (রাঃ) থেকে বর্ণিত। হায়িজের রক্ত কাপড়ে লেগে যাওয়া প্রসঙ্গে রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ "পানি দিয়ে ঘষা দিবে, তারপর পানি দ্বারা ভালোভাবে ধৌত করবে। অতঃপর সালাত আদায় করবে।" -[বুখারী, মুসলিম, বুলুগুল মারামঃ ৩০]

●●● আবুস সামহ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, নাবী (সাঃ) বলেন, "শিশুকন্যার পেশাব লাগলে ধুয়ে ফেলবে আর দুগ্ধপোষ্য পুত্র সন্তানের পেশাব লাগলে পানি ছিটা দিবে।" -[আবু দাউদ, নাসায়ী, বুলুগুল মারামঃ ২৯]


Post a Comment