রাসূলুল্লাহ (সা:) এর বিচক্ষণতা

আরক্বামের বাড়ি:

আরক্বাম বিন আবিল আরক্বাম মাখযূমীর বাড়িটি ছিলো সাফা পর্বতের উপর অত্যাচারীদের দৃষ্টির আড়ালে এবং তাদের সম্মেলন স্থান হতে অন্য জায়গায় অবস্থিত। সুতরাং রাসূলুল্লাহ (সা:) এ বাড়িকেই মুসলমানদের সাথে গোপনে মিলিত হওয়ার উপযুক্ত স্থান হিসেবে গ্রহণ করলেন। যাতে তিনি (সা:) সাহাবীদেরকে কুরআনের বানী শোনানো, তাদের অন্তরকে কলূষমুক্তকরণ এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিতে পারেন। আর রাসূলুল্লাহ (সা:) এর উপর যা অবতীর্ণ হয় তা যেন তাঁরা গ্রহণ করতে পারেন এবং অত্যাচারী মুশরিকদের অজান্তে যারা ইসলাম গ্রহণ করতে চায় তারা যাতে ইসলাম গ্রহণ করে ধন্য হতে পারে।

অতএব ঐ পরিস্থিতিতে ইসলামের কাজকর্ম অত্যন্ত সঙ্গোপনে করা ছিলো খুবই যুক্তিসঙ্গত । এ প্রেক্ষিতে সাধারণ সাহাবীগণ (রা:) তা'লীম, তাবলীগ, ইবাদাত বন্দেগী ও পারস্পরিক মত বিনিময় ইত্যাদি কাজকর্ম সঙ্গোপনে করে থাকতেন । তবে রাসূলুল্লাহ (সা:) তার ইবাদাত-বন্দেগী ও প্রচারমূলক কাজকর্ম মুশরিকদের সামনে প্রকাশ্যেই করে থাকতেন । তাঁকে কোন কিছুতে তারা বাধা দিতে সহজে সাহস করতো না।

- আর-রাহীকুল মাখতুম, পৃষ্ঠা: ১২৭-১২৮

Post a Comment