যাদের দোয়া কবুল হয়


যেসব দু'আ কবুল হওয়ার সম্ভাবনা বেশি সেগুলো হল:

● মজলুমের দু’আ অর্থাৎ নির্যাতিতের দু’আ যতক্ষণ না সে প্রতিশোধ গ্রহণ করে,
● হজ্জকারীর দু’আ যতক্ষণ না সে বাড়িতে ফিরে,
● জিহাদকারীর দু’আ যতক্ষণ না সে বসে পড়ে,
● রোগীর দোয়া যতক্ষণ না সে ভালো হয়,
● এক মুসলিম ভাই অপর মুসলিম ভাইয়ের জন্য তার অনুপস্থিতে দু’আ।

-(মিশকাতুল মাছ্বাবীহ: ২২৬০)


● মজলুমের দু’আ,
● মুসাফিরের দু’আ,
● সন্তানের জন্য পিতার দু’আ।

-(তিরমিযীঃ ১৯০৫)


Post a Comment