মুসলিমদের সঙ্গে কাফিরদের সিজদাহ


আবিসিনিয়ায় প্রথম হিজরতের বছর, রমজান মাসে নবী কারীম (সা:) হারাম শরীফের উদ্দেশ্যে বের হন। কুরাইশগণের এক বিরাম জনতা সেই সময় সেখানে উপস্থিত ছিলেন। নবী কারীম (সা:) সেখানে উপস্থিত হয়েই আকস্মিকভাবে সূরায়ে 'নাজম' পাঠ করতে আরম্ভ করেন। ঐ সকল লোকেরা ইতোপূর্বে কুরআন শ্রবণ করতো না এবং কোথাও কুরআন পাঠ করা হলে তারা শোরগোল করে এমন এক অবস্থার সৃষ্টি করত যাতে তা শ্রুতিগোচর না হয়। কারণ তাদের একটি বদ্ধমূল ধারণা ছিলো কুরআন শ্রবণ করলে তারা প্রভাবিত হয়ে পড়বে।

কিন্তু নবী কারীম (সা:) যখন এ সূরাটি পাঠ আরম্ভ করলেন, তখন আল্লাহর বানীর অবর্ণনীয় কমনীয়তা ও অপরূপ মিষ্টতা যখন তাদের কর্ণকূহরে প্রবিষ্ট হল তখন তারা সম্পূর্ণ ভাবাবিষ্ট হয়ে পড়লেন এবং গভীর মনোযোগের সঙ্গে কান পেতে তারা তা শুনতে থাকলো। তাদের অন্তরে ভিন্নমুখী কোন ভাবেরই উদ্রেক হল না। তারপর নবী কারীম (সা:) যখন এ সূরার শেষের আয়াতসমূহ পাঠ করতে থাকলেন তখন তাদের অন্তরে কম্পন সৃষ্টি হতে থাকল। যখন তিনি আল্লাহর নির্দেশ-সম্বলিত শেষের আয়াতটি পাঠ করলেন:

"তাই, আল্লাহর উদ্দেশ্যে সিজদায় পতিত হও আর তাঁর বন্দেগী কর।" (সূরা আন-নাজম: ৬২)

অতঃপর রসূল (সা:) সিজদা করলেন এবং সাথে উপস্থিত মুশরিকরাও সকলে সিজদা করলো।


সূত্র: আর-রাহীকুল মাখতুম, পৃষ্ঠা: ১২৮

1 تعليقات

  1. غير معرف11/25/2022 05:20:00 ص

    যাযাক আল্লাহু খাইরান, কিন্তু একজন সিজদাহ্ করে নাই, শুধু মাটি হাতে নিয়ে কপালে লাগিয়েছিল

    ردحذف

إرسال تعليق