নির্বাচিত ১০০ হাদীস





৫১/১০০. আবু হুরায়রা (রা) হতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন:

"তোমাদের কারো খাদিম যখন তার খাবার নিয়ে আসে, তখন তাকে যদি সাথে না বসায়, তাহলে সে যেন তাকে এক লুকমা বা দু'লুকমা খাবার দেয়।"

- [বুখারীঃ ২৫৫৭; মুসলিমঃ ১৬৬৩]


৫২/১০০. আবু হুরায়রা (রা) হতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন:

"উপরের হাত (দাতার হাত) নিচের (গ্রহীতার) হাত হতে উত্তম। তোমাদের প্রত্যেকই দান কার্য তার পোষ্যদের মধ্যে আরম্ভ করবে। এমন যেন না হয়, স্ত্রী বলতে বাধ্য হবে 'আমাকে খেতে দাও, না হয় তালাক দাও'।"

- [মুসনাদে আহমাদঃ ১১/৭২; সহীহুল জামেঃ ৪৪৮১; বুলুগুল মারামঃ ১১৪৬]


৫৩/১০০. আয়িয ইবনে আমর মুযানী (রা) হতে বর্ণিত। নাবী (সাঃ) বলেন:

"ইসলাম উঁচু থাকবে, নীচু হবে না।"

- [দারকুৎনীঃ ৩১; বুলুগুল মারামঃ ১৩০৯]


৫৪/১০০. আবু হুরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন:

"প্রকৃত বীর সে নয়, যে কাউকে কুস্তীতে হারিয়ে দেয়। বরং সেই আসল বীর, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে।"

- [বুখারীঃ ৬১১৪; মুসলিমঃ ২৬০৯]


৫৫/১০০. সা'দ ইবনু আবী ওয়াক্কাস (রা) হতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি,

"নিশ্চয়ই আল্লাহ ঐ বান্দাকে ভালোবাসেন যে বান্দাহ ধর্মভীরু (পাপ কাজ থেকে বিরত থাকে), মুখাপেক্ষাহীন (আল্লাহ ছাড়া কারো উপর নির্ভরশীল নয়) ও আত্মগোপনকারী (নিজের গুণ প্রকাশে অনিচ্ছুক)।"

- [মুসলিমঃ ২৯৬৫; আহমাদঃ ১৪৪৪]


৫৬/১০০. ইবনু আব্বাস (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন:

"যে কেউ কোন এক দলের কথার দিকে কান লাগাল- অথচ তারা এটা পছন্দ করে না, কিয়ামতের দিন (যে কান লাগিয়ে কথা শুনেছে) তার উভয় কানে গরম সীসা ঢেলে দেওয়া হবে।"

- [বুখারীঃ ২২২৫; মুসলিমঃ ২১১০; তিরমিযীঃ ১৭৫১]


৫৭/১০০. বাহয ইবনু হাকিম (রা) হতে বর্ণিত । তিনি তার পিতা, তিনি তাঁর দাদা হতে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (সা) বলেন:

"চরম সর্বনাশ ঐ ব্যক্তির জন্য যে মানুষকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা কথা বলে থাকে। তার জন্য সর্বনাশ, তার জন্য সর্বনাশ।"

- [তিরমিযীঃ ২৩১৫; আবু দাউদঃ ৪৯৯০]


৫৮/১০০. মু'আবিয়াহ (রা) হতে বর্ণিত । তিনি বলেন রাসূলুল্লাহ (সা) বলেছেন:

"আল্লাহ যার মঙ্গল চান, তাকে দ্বীনের 'ইলম' দান করেন।"

- [বুখারীঃ ৩১১৬; মুসলিমঃ ১০৩৭]


৫৯/১০০. আবু হুরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন:

"এক মুমিন অন্য মুমিন ভাই এর জন্য আয়না তুল্য (দোষের কথা তাকে ধরিয়ে দিবে কিন্তু অন্যের কাছে তা গোপন রাখবে)।"

- [আবু দাউদঃ ৪৯১৮; তিরমিযীঃ ১৯২৯]


৬০/১০০. আবু হুরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন:

"কোন মানবমন্ডলী কোন মজলিসে বসে তাতে আল্লাহর যিকির করলে আল্লাহর ফেরেশতাগণ তাদেরকে ছেয়ে ফেলেন ও আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলেন। আর আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের মধ্যে তাদের সুখ্যাতি বর্ণনা করেন।"

- [মুসলিমঃ ২৭০০; তিরমিযীঃ ১৪২৫]


৬১/১০০. আবু হুরায়রা (রা) হতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন:

"যে লোক প্রতিদিন একশতবার 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি' বলবে তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়।"

- [বুখারীঃ ৩২৯৩; ইবনু মাজাহঃ ৩৭৯৮; তিরমিযীঃ ৩৪৬৬]


৬২/১০০. আবু মূসা (রা) হতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন:

"হে আব্দুল্লাহ ইবনু কাইস। আমি কি তোমাকে এমন একটি কথার সন্ধান দেব না যে কথাটি জান্নাতের রত্ন ভান্ডার ? তা থেকে একটি রত্নভান্ডার হলো 'লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ'।"

- [বুখারীঃ ২৯৯২; মুসলিমঃ ২৭০৪]


৬৩/১০০. আবু হুরায়রা (রা) হতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন:

"দুটি কালিমাহ আছে, যেগুলো দয়াময়ের কাছে অতি প্রিয়, মুখে উচ্চারণ করা খুবই সহজ। দাঁড়িপাল্লায় অত্যন্ত ভারী। (বাণী দুটি হচ্ছে) 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম'।

- [বুখারীঃ ৬৪৬; বুলুগুল মারামঃ ১৫৬৮]


৬৪/১০০. আনাস (রা) হতে মারফূ সূত্রে বর্ণিত:

"কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব নেওয়া হবে। যদি তা যথাযথ ভাবে আদায় করা হয়, তাহলে তার আমল যথার্থ বিবেচিত হবে। আর যদি সালাত বিনষ্ট হয়ে যায়, তাহলে সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে।"

- [মুসনাদে আহমাদ, আস-সহীহাঃ ১৩৫৮]


৬৫/১০০. উমার ইবনুল খাত্তাব (রা) থেকে মারফূ সূত্রে বর্ণিত:

"একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট, দুইজনের খাবার তিনজন এবং চারজনের জন্য যথেষ্ট। আর চারজনের খাবার পাঁচজন এবং ছয়জনের জন্য যথেষ্ট।"

- [বুখারী, মুসলিম, তিরমিযী, আস-সহীহাঃ ১৬৭৬]


৬৬/১০০. জাবির (রা) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেন:

"তোমরা কবীরা গুনাহ হতে বেঁচে থাকো, (লোকদেরকে) পথ দেখাও এবং সুসংবাদ দাও ।"

- [মুসনাদে আহমাদ, আস-সহীহাঃ ৮৮৫]


৬৭/১০০. আবু যার (রা) থেকে মারফূ সূত্রে বর্ণিত:

"সর্বোত্তম আমল হলো আল্লাহর উপর ঈমান আনা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা।"

- [ইবনু হিব্বান, আস-সহীহাঃ ১৪৯০]


৬৮/১০০. আব্দুল্লাহ ইবনু উমার (রা) হতে বর্ণিত। তিনি বলেন,

"একদিন (রাসূলুল্লাহ সা.) আমার দেহের কোন এক অংশে ধরে বললেন, তুমি (এমনভাবে) আল্লাহর ইবাদাত কর যেন তুমি তাকে দেখছ এবং দুনিয়াতে প্রবাসী কিংবা মুসাফিরের ন্যায় জীবনযাপন করো।"

- [মুসনাদে আহমাদ, আস-সহীহাঃ ১৪৭৩]


৬৯/১০০. আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল (সা) কে বলতে শুনেছিঃ

"আল্লাহর কসম! আমি প্রত্যহ ৭০ বারের অধিক আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা ও তওবা করি।"

- [বুখারীঃ ৬৩০৭; রিয়াদুস স্বা-লিহীনঃ ১৪]


৭০/১০০. আবু নুজাইদ ইমরান ইবনে হুসাইন খুযায়ী (রা) হতে বর্ণিত যে,

"জুহাইনা গোত্রের একটি নারী আল্লাহর রাসূল (সা) এর খিদমতে হাজির হল। সে অবৈধ মিলনে গর্ভবতী ছিলো। সে বললে, 'হে আল্লাহর রাসূল! আমি দন্ডনীয় অপরাধ করে ফেলেছি, তাই আমাকে আপনি শাস্তি দিন।'

সুতরাং আল্লাহর নবী (সা) তার আত্মীয়কে ডেকে বললেন, "তুমি একে নিজের কাছে যত্ন সহকারে রাখো এবং সন্তান প্রসবের পর আমার নিকট নিয়ে এসো।"

সুতরাং সে তাই করলো (অর্থাৎ প্রসবের পর তাকে রাসূল (সা) এর নিকট নিয়ে এলো)।

আল্লাহর নবী (সা) তার কাপড় তার (শরীরের) উপর মজবুত করে বেঁধে দেওয়ার আদেশ দিলেন।

অতঃপর তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলার আদেশ দিলেন।

অতঃপর তিনি তার জানাযার সালাত পড়ালেন।

উমার (রা) তাঁকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (সা)! আপনি এই মেয়ের জানাযার সালাত পড়লেন, অথচ সে ব্যভিচার করেছিলো?

তিনি বললেন, '(উমার! তুমি জানো না যে) এই স্ত্রীলোকটি এমন বিশুদ্ধ তাওবা করেছে, যদি তা ৭০টি লোকের মধ্যে বন্টন করা হত তা তাদের জন্য হতো। এর চেয়ে কি তুমি কোন উত্তম কাজ পেয়েছে যে, সে আল্লাহর জন্য প্রাণকে কুরবান করে দিল?"

- [মুসলিমঃ ১৬৯৬; তিরমিযীঃ ১৪৩৫; রিয়াদুস স্বা-লিহীনঃ ২৩]


৭১/১০০. আবু সাবেত, মতান্তরে আবু সাঈদ বা আবুল অলীদ সাহল ইবনে হুনাইফ (রা) হতে বর্ণিত, নাবী (সা) বলেছেন:

"যে ব্যক্তি সত্য অন্তর নিয়ে আল্লাহর নিকট শাহাদাত প্রার্থনা করবে, তাকে আল্লাহ তা'আলা শহীদদের মর্যাদায় পৌঁছাবেন; যদিও তার মৃত্যু নিজ বিছানায় হয়।"

- [মুসলিমঃ ১৯০৯; রিয়াদুস স্বা-লিহীনঃ ৫৮]


৭২/১০০. আবু যার জুন্দুব বিন জুনাদাহ (রা) ও মুআজ ইবনে জাবাল (রা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) বলেছেন:

"তুমি যেখানেই থাকো না কেন, আল্লাহকে ভয় করো এবং পাপের পর পুণ্য করো, যা পাপকে মুছে ফেলবে। আর মানুষের সঙ্গে সদ্ব্যবহার করো।"

- [তিরমিযীঃ ১৯৮৭; রিয়াদুস স্বা-লিহীনঃ ৬২]


৭৩/১০০. উমার (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি,

" যদি তোমরা আল্লাহর প্রতি যথাযোগ্য ভরসা রাখো, তবে তিনি তোমাদেরকে সেই মতো রুযী দান করবেন, যেমন পাখীদেরকে দান করে থাকেন। তারা সকালে ক্ষুধার্ত হয়ে (বাসা থেকে) বের হয় এবং সন্ধ্যায় উদর পূর্ণ করে (বাসায়) ফিরে।"

- [ইবনু মাজাহঃ ৪১৬৪; তিরমিযীঃ ২৩৪৪; রিয়াদুস স্বা-লিহীনঃ ৮০]


৭৪/১০০. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) বলেন:

"হে মুসলিম নারীগণ! কোন প্রতিবেশিনী যেন প্রতিবেশিনীর (উপঢৌকনকে) অবশ্যই তুচ্ছ না ভাবে। যদিও তা ছাগলের খুর হয়।"

- [বুখারীঃ ৬০১৭; মুসলিমঃ ১০৩০; রিয়াদুস স্বা-লিহীনঃ ১২৬]


৭৫/১০০. আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) বলেন,

"আমার উম্মতের সবাই জান্নাতে যাবে; কিন্তু সে নয় যে অস্বীকার করবে।"

জিজ্ঞেস করা হলো, "হে আল্লাহর রাসূল! (জান্নাতে যেতে আবার) কে অস্বীকার করবে ?"

তিনি বলেন, "যে আমার অনুসরণ করবে, সে জান্নাতে যাবে এবং যে আমার অবাধ্যতা করবে, সেই জান্নাতে যেতে অস্বীকার করবে।"

- [বুখারীঃ ৭২৮০; মুসলিমঃ ১৮৩৫]





Post a Comment